Logo
Logo
×

সারাদেশ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৮ ঘণ্টা পর ১৩ জেলে উদ্ধার

Icon

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০২:৩৭ এএম

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৮ ঘণ্টা পর ১৩ জেলে উদ্ধার

ফাইল ছবি

বরগুনার তালতলী উপজেলায় সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে ৮ ঘণ্টা পর ১৩ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও ডুবে যাওয়া ট্রলার ও জাল পাওয়া যায়নি।

রোববার গভীর রাতে তালতলীর আশারচর ও নিদ্রা সকিনার প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণপূর্বে বাইসদার বয়ার এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ট্রলারের মাঝি শাহিন ঘরামী বলেন, উপজেলার নিদ্রা সকিনা এলাকার আলমগীর খলিফার এফবি মালেকা-১ ট্রলারটি নিয়ে ৪-৫ দিন আগে গভীর সাগরে ইলিশ শিকারে যাই।

ট্রলারে মাছ বোঝাই হলে রোববার তালতলীর উদ্দেশে রওনা দেয়া হয়। ট্রলারটি গভীর সাগরের বাইসদার বয়ার আনুমানিক ১০ কিলোমিটার পূর্বে এলে হঠাৎ করে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

ট্রলারে থাকা ১৩ জেলে ৮ ঘণ্টা পানির ঢেউয়ের সঙ্গে লড়াই করি। পরে স্থানীয় একটি ট্রলারে উদ্ধার করে আমাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

ওই ট্রলারে ১৩ জেলের বাড়ি তালতলী উপজেলার আশারচর, নিদ্রারচর ও সকিনা গ্রামে।

তবে ডুবে যাওয়া ট্রলার ও এর মালামালের কোনো খোঁজ মেলেনি।

ডুবে যাওয়া ট্রলারের মালিক আলমগীর খলিফা জানান, ওই ট্রলার ও মালামালের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।

বরগুনা তালতলী ট্রলারডুবি জেলে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম