Logo
Logo
×

সারাদেশ

সিরাজগঞ্জে রডবোঝাই লরিচাপায় প্রাণ গেল ২ পথচারীর

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৬:০৩ এএম

সিরাজগঞ্জে রডবোঝাই লরিচাপায় প্রাণ গেল ২ পথচারীর

ফাইল ছবি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় রডবোঝাই লরিচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের খালকুলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- উপজেলার কালুপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে ময়নাল হোসেন (৩২)।

হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই বাকী উদ্দিন জানান, রাজশাহী থেকে রডবোঝাই একটি লরি ঢাকা যাচ্ছিল। পথে ওই এলাকায় লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে পাঁচ পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

আহত হন আরও তিনজনকে দমকল বাহিনীর সহায়তায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

সিরাজগঞ্জ নিহত পথচারী হাসপাতাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম