করোনা উপসর্গ: হাসপাতালে নেয়ার পথে প্রাণ গেল ব্যবসায়ীর
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৬:০৯ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নাটোরের বড়াইগ্রামে করোনা উপসর্গ নিয়ে শাহজাহান আলী কবিরাজ (৫৮) নামে এক সিমেন্ট ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যায় তিনি মারা যান। শাহজাহান আলী কবিরাজ উপজেলার মাঝগাঁও ইউনিয়নের তিরাইল গ্রামের মোহাম্মদ আলী কবিরাজের ছেলে।
নিহতের বড় ভাই আজিম উদ্দিন কবিরাজ জানান, শাহজাহান কবিরাজ গত পাঁচ দিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এ অবস্থায় রোববার তিনি বড়াইগ্রাম হাসপাতালে করোনার নমুনা দিতে যান। কিন্তু নির্ধারিত সময়ের অনেকটা পর যাওয়ায় নমুনা দিতে পারেননি।
পর সন্ধ্যার দিকে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. পরিতোষ কুমার সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
