Logo
Logo
×

সারাদেশ

সুনামগঞ্জে ট্রলারডুবি, নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

Icon

যুগান্তর রিপোর্ট, তাহিরপুর

প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৮:০৮ এএম

সুনামগঞ্জে ট্রলারডুবি, নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

ফাইল ছবি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ট্রলারডুবিতে নিখোঁজ ব্যবসায়ী তৌফিক মিয়ার (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

নিহত তৌফিক উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের খলিশাজুড়ি গ্রামের মুক্তিযোদ্ধা সিরাজ মিয়ার ছেলে।

সোমবার সকালে তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান এ তথ্য যুগান্তরকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই ব্যবসায়ীর মরদেহ রোববার বিকালে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, উপজেলার বালিয়াঘাট নতুনবাজারের ব্যবসায়ী তৌফিক শনিবার রাতে ট্রলারে নিজ বাড়ি খলিশাজুড়ি ফিরছিলেন।

পাটলাই নদীতে পাহাড়ি ঢলে ধেয়ে আসা বন্যার পানি ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ১৮ যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়।

এর পর ট্রলারে থাকা ১৭ যাত্রী সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন তৌফিক।

রাতভর সন্ধান চালিয়ে তার কোনো খোঁজ মেলেনি।

পর দিন রোববার সকালে ফের সন্ধান চালাতে গিয়ে জেলেদের জালে উঠে আসে নিখোঁজ ব্যবসায়ী তৌফিকের মরদেহ।

তাহিরপুর নদী নিখোঁজ লাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম