হাঁসের পেছনে দৌড়াতে গিয়ে ডোবায় পড়ে প্রাণ গেল শিশুর
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৮:১১ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
শেরপুরে শ্রীবরদী উপজেলায় হাঁসের পেছনে দৌড়াতে গিয়ে ডোবায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৮টায় পৌরশহরের তাঁতিহাটি পূর্ব মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত রাব্বী (৪) তাঁতিহাটি পূর্ব মহল্লার আরিফ হোসেনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাব্বী সকালে হাঁসের পিছে পিছে দৌড়ে আরিফ হোসেনের বাড়ির পশ্চিম পাশে ডোবার পানিতে পড়ে যায়।
পরে রাব্বীর মা রেণুকা বেগম ও বাড়ির লোকজন দৌড়ি গিয়ে ডোবার পানি থেকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, এ বিষয়ে শ্রীবরদী থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
