Logo
Logo
×

সারাদেশ

বাকেরগঞ্জে বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার

Icon

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৮:১৫ এএম

বাকেরগঞ্জে বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার

ফাইল ছবি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার আরাইবেকি গ্রামের মাসুদ মৃধার স'মিলসংলগ্ন শ্রীমন্ত নদীর তীর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, স্থানীয়রা শ্রীমন্ত নদীর তীরে ওই বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

পাদ্রীশিবপুর ইউনিয়ন চেয়ারম্যান জাহিদুল হাসান জানান, শ্রীমন্ত নদীর তীরে তার মরদেহ পাওয়া গেছে। বৃদ্ধার বয়স ৬০-৭০ এর বেশি হবে। স্থানীয় কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেননি।

বাকেরগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই বশির যুগান্তরকে জানান, সোমবার সকাল পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বরিশাল বাকেরগঞ্জ বৃদ্ধা মরদেহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম