Logo
Logo
×

সারাদেশ

চান্দিনায় মান্নান হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

Icon

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৯:৩৪ এএম

চান্দিনায় মান্নান হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ছবি: যুগান্তর

কুমিল্লার চান্দিনা উপজেলায় তুচ্ছ ঘটনার জের ধরে আবদুল মান্নান হত্যা মামলার প্রধান আসামি ইয়াছিনকে (২৮) গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ।

সোমবার ইয়াছিনকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বিকাল সাড়ে ৫টায় চান্দিনা উপজেলার বেলাশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন চান্দিনা থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) নোমান হোসেন।

আটক ইয়াছিন চান্দিনা পৌরসভার ৪নং ওয়ার্ড বেলাশহর এলাকার মৃত আলী আকবরের ছেলে।

চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল জানান, দুই পরিবারের চলাচলের পথে বেড়া দেয়া কেন্দ্র করে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি বেলাশহর গ্রামে মারামারির ঘটনায় আবদুল মান্নান (৬০) মারা যান। ওই ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে তিনজনকে আসামি করে চান্দিনা থানায় একটি হত্যা মামলা করেন।

হত্যাকণ্ডের পর থেকে হত্যাকারীরা আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

চান্দিনা হত্যা আসামি গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম