Logo
Logo
×

সারাদেশ

টাঙ্গাইলে ট্রাক খাদে পড়ে চালক নিহত

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২০, ১০:৪১ এএম

টাঙ্গাইলে ট্রাক খাদে পড়ে চালক নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে এর চালক নিহত ও হেলপার আহত হয়েছেস।

মঙ্গলবার ভোরে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ট্রাক চালকের নাম মো. আক্তার হোসেন (৪০)। 

তিনি বগুড়ার দুপচাচিয়া উপজেলার শহরতলা গ্রামের মৃত আশরাফ হোসেন শেখের ছেলে। 

আহত হেলপার মো. আসাদুল (৫০) বগুড়ার দুপচাচিয়া উপজেলার গোড়াই গ্রামের জসিমউদ্দিনের ছেলে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে একটি গমবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-১৯৭০) বগুড়া যাওয়ার পথে টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পানিতে পড়ে যায়। 

খবর পেয়ে ট্রাকে আটকা পড়া ট্রাক চালক মো. আক্তার হোসেনের মৃতদেহ উদ্ধার করে এলেঙ্গা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

হেলপার মো. আসাদুলকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্রাক খাদে. চালক নিহত.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম