Logo
Logo
×

সারাদেশ

জেলার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হওয়ায় যুগান্তরের গৌরীপুর প্রতিনিধিকে সংবর্ধনা

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৩:৩৭ পিএম

জেলার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হওয়ায় যুগান্তরের গৌরীপুর প্রতিনিধিকে সংবর্ধনা

করোনা মোকাবেলায় জেলায় শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হওয়ায় দৈনিক যুগান্তর-এর গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিনকে মঙ্গলবার ব্যাচভিত্তিক সংগঠন ক্লাব-৯৭ গৌরীপুর সংবর্ধিত করে। 

এ উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে স্থানীয় একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ক্লাব-৯৭ গৌরীপুরের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও উপঢৌকন দিয়ে সংবর্ধিত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব-৯৭ গৌরীপুরের সভাপতি সুশান্ত সাহা প্রেমু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। 

বক্তব্য রাখেন সংগঠনের সংবর্ধিত সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, সহ-সভাপতি মো. মুরাদ হোসেন, শফিকুল ইসলাম অপু, কোষাধ্যক্ষ শ্যামল ঘোষ, মহিলাবিষয়ক সম্পাদক সুমনা সফিনাজ লাবণী, প্রচার ও দফতর সম্পাদক আবু জাফর মো. সাদেক, আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুকুল ইসলাম, মাহমুদা আক্তার লিপি, নার্গিস আক্তার, নূর আলম প্রমুখ।

ময়মনসিংহ জেলায় করোনা মোকাবিলায় কর্মসূচিতে জনসচেতনতা, লকডাউন, সামাজিক দূরত্ব বজায় রাখা-স্বাস্থ্যবিধি মেনে চলাসহ মানবিক কার্যক্রম ও সংবাদ- সাংবাদিকতায় নির্ভুল তথ্য প্রদানের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করেন দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। 

গত ১৬ জুলাই রাতে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মিজানুর রহমান এ ফলাফল ঘোষণা করেন। এ ছাড়াও বিজয়ীরা হলেন সাংবাদিক ও দৈনিক পত্রিকা ক্যাটাগরিতে দ্বিতীয় দৈনিক ময়মনসিংহ প্রতিদিন, তৃতীয় ডেইলি বাংলাদেশ-এর নান্দাইল প্রতিনিধি মো. আবু হানিফ সরকার। সংগঠন পর্যায়ে প্রথম স্থান ময়মনসিংহ হেল্প লাইন, দ্বিতীয় মুক্তির বন্ধন ফাউন্ডেশন, তৃতীয় বিডি ক্লিন ময়মনসিংহ। 

ব্যক্তি পর্যায়ে প্রথম হন ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফায়েল আহাম্মেদ বাচ্চু, দ্বিতীয় শাহরিয়ার হক সজীব আর তৃতীয় হন মাহমুদা হোসেন মলি। জমাকৃত ডকুমেন্টারী মূল্যায়নে গৃহিত উদ্যোগের কার্যকারিতা, টেকসই যোগ্যতা ও ফলাফল বিবেচনায় বিচারক প্যানেলে ৬০ নম্বর, অনলাইন দর্শকদের মতামতে ২০ নম্বর, দর্শকদের লাইক ১০ নম্বর ও শেয়ার ১০ নম্বর বিবেচনায় এ ফলাফল ঘোষণা করা হয়। 

যুগান্তর গৌরীপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম