Logo
Logo
×

সারাদেশ

সিলেটে সড়কে প্রাণ গেল কলেজছাত্রের

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৫ জুলাই ২০২০, ০২:২০ এএম

সিলেটে সড়কে প্রাণ গেল কলেজছাত্রের

ছবি: যুগান্তর

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছেন।  নিহত ছাত্রের নাম সাকের আহমদ (২৪)।

শুক্রবার সন্ধ্যা ৭টায় নগরীর এয়ারপোর্ট রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকের নগরীর উপশহরের আবুল কালাম আজাদের ছেলে। তার বাসা ডি-ব্লকের ২৬ নং রোডে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার জানান, এয়ারপোর্ট রোডের মালনীছড়া চা বাগান এলাকার সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাকেরকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত অপর দুজনের মধ্যে একজনের নাম শান্তনু ও অপরজনের নাম তাওহীদ।

সিলেট দুর্ঘটনা নিহত কলেজছাত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম