Logo
Logo
×

সারাদেশ

ময়মনসিংহে অটোরিকশা ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ২৫ জুলাই ২০২০, ০৪:১২ পিএম

ময়মনসিংহে অটোরিকশা ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার

ময়মনসিংহে অটোরিকশা ছিনতাই সিন্ডিকেটের ৬ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার সকালে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫টি অটোরিকশাসহ তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হল- অজয় চন্দ্র দেবনাথ (৩৫), সাইদুল ইসলাম (২৯), রাসেল (২৬), মোতালেব (৪৪), আশরাফুল (৩৫), আবু বক্কর সিদ্দিক (৪৫)। 

জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ বলেন, এ চক্রটি দীর্ঘদিন ধরে ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে গরিব অসহায়দের অটোরিকশা চুরি করে আসছিল। এরা কখনও যাত্রী বেশে ওঠে নির্জন স্থানে নিয়ে ছুরিকাঘাত করে ছিনতাই করে পালিয়ে যায়, আবার কখনও রাতের আঁধারে বাড়ির সামনে থেকে চুরি করে অন্য এলাকায় কমমূল্যে বিক্রি করে থাকে।

তিনি জানান, ইতোমধ্যেই জেলার বিভিন্ন স্থানে অটোরিকশা সিন্ডিকেট চক্রের সদস্যদের হাতে নিরীহ চালককে প্রাণ দিতে হয়েছে। 
 

ময়মনসিংহ গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম