Logo
Logo
×

সারাদেশ

বেকার যুবকদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

Icon

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২০, ১২:৫১ পিএম

বেকার যুবকদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বেকার যুবকদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। যুবকদের চাকরির পেছনে না ঘুরে খামার-শিল্প গড়ার মধ্য দিয়ে উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বী হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষি ও মৎস্য খামার করতে সহজ শর্তে ও জামানতবিহীন ঋণ সুবিধা দিচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে।

রোববার সকালে স্বরূপকাঠি উপজেলা পরিষদ মিলনায়তনে জিকেবিএসপি কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের মধ্যে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পিরোজপুরের কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ চিন্ময় রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. হামিদ, পৌরসভার মেয়র গোলাম কবির, ভাইস-চেয়ারম্যান রনিদত্ত, নার্গিস জাহান, কৃষক লীগ সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াৎ হোসেন, আওয়ামী লীগ নেতা আবদুস সালাম সিকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার চপল কৃষ্ণ নাথ প্রমুখ।

পরে মন্ত্রী জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

পিরোজপুর যুবক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম