Logo
Logo
×

সারাদেশ

পাঁচ দফা দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের স্মারকলিপি

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৬ জুলাই ২০২০, ০৬:১৪ পিএম

পাঁচ দফা দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের স্মারকলিপি

বরিশালের সব প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল, ক্লিনিক, ফিজিওথেরাপি সেন্টারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ডিগ্রিধারী মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগসহ পাঁচদফা দাবিতে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব সাহার নিকট স্মারকলিপি দিয়েছে বেকার এন্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন।

রোববার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানায় সংগঠনটির জেলা শাখার নেতৃবৃন্দ।

সংগঠনটির জেলা সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান মাসুম জানান, বরিশালের বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল টেকনোলজিস্ট ব্যতীত কাজ করে থাকে যা স্বাস্থ্যসেবা দেয়ার ক্ষেত্রে চরম হুমকি। সঠিক রোগনির্ণয়ে মেডিকেল টেকনোলজিস্টের ভূমিকা ব্যাপক, তাছাড়া চলমান করোনা পরিস্থিতির দোহাই দিয়ে বিনা বেতনে মেডিকেল টেকনোলজিস্ট ছাটাই করা হচ্ছে যেটা চরম অনিয়ম এবং প্রাইভেট সেক্টরে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টদের মানোন্নয়নে একটি কমিটি গঠনেরও দাবি জানান তারা। বর্তমান চলমান করোনা পরিস্থিতিতে সবচেয়ে ঝুঁকি নিয়ে কাজ করে আসছে মেডিকেল টেকনোলজিস্টরা।

এ সকল দাবী নিদিষ্ট সময়ে পূরণ না হলে আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানায় সংগঠনটির সভাপতি মো. হোসেন।

বরিশাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম