Logo
Logo
×

সারাদেশ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত নৌবাহিনীপ্রধানের শ্রদ্ধা

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২০, ০৯:০৬ এএম

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত নৌবাহিনীপ্রধানের শ্রদ্ধা

ছবি: যুগান্তর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল এম শাহীন ইকবাল।

সোমবার সকাল সাড়ে ১০টায় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট ও নৌবাহিনীপ্রধানের সহধর্মিণী বেগম মনিরা রওশন ইকবাল বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এর পরে তারা বঙ্গবন্ধু ও '৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করেন।

এ সময় বিএনএফডব্লিউএ খুলনা শাখার চেয়ারম্যান এম মুসাসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি নবনিযুক্ত শ্রদ্ধা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম