সাঁথিয়ায় ২৫ হাজার পরিবার পেল ১০ কেজি করে চাল
সাঁথিয়া (পাবনা)প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২০, ০১:৫৭ পিএম
পাবনা
|
ফলো করুন |
|
|---|---|
পাবনার সাঁথিয়ায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১০ কেজি করে ১৯৮ টন চাল পেলেন প্রায় ২৫ হাজার হতদরিদ্র অসহায় মানুষ। সোমবার থেকে শুরু হওয়া উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এ চাল বিতরণ চলবে সপ্তাহব্যাপী।
সাঁথিয়া প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২৪ হাজার ৪৪৬টি অসহায় দুস্থ পরিবার পাচ্ছে ১০ কেজি করে ১৯৮ টন চাল।
এর মধ্যে সাঁথিয়া পৌরসভায় ৪ হাজার ৬২১,উপজেলার নাগডেমড়া ইউনিয়নে ২ হাজার ১০৬,ধোপাদহ ইউনিয়নে ১ হাজার ৫৮৫, ধুলাউড়ি ইউনিয়নে ১হাজার ৮৯৫,ভুলবাড়িয়া ইউনিয়নে ১ হাজার ৩২, করমজা ইউনিয়নে ২ হাজার ৪৩০, কাশিনাথপুর ইউনিয়নে ২ হাজার ৬৯০, গৌরিগ্রাম ইউনিয়নে ১ হাজার ৩৬৮, নন্দনপুর ইউনিয়নে ১ হাজার ৭৩৫,ক্ষেতুপাড়া ইউনিয়নে ২ হাজার ৯৪ ও আতাইকুলা ইউনিয়নে ২ হাজার ২১০টি পরিবার।
পৌর মেয়র মিরাজুল ইসলাম জানান, করোনাভাইরাসের কারণে জনসমাগম এড়াতে প্রতিটি ওয়ার্ডে ভাগ করে সুন্দর ও সুষ্ঠুভাবে চাল বিতরণ করা হচ্ছে।
