Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় ২ লক্ষাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

Icon

কুমিল্লা ব্যুরো 

প্রকাশ: ২৮ জুলাই ২০২০, ১১:৪২ এএম

কুমিল্লায় ২ লক্ষাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

কুমিল্লায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুই লক্ষাধিক দুস্থ অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগের উদ্যোগে ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

মঙ্গলবার দিনভর জেলার মুরাদনগর উপজেলার চাপিতলা ইউপি এবং দেবিদ্বার উপজেলার ভানী ইউপি এলাকায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন এবং পরিদর্শন করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মনিরুল হক। 

এ সময় মুরাদনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হাই, ইউপি চেয়ারম্যান কাইয়ুম ভূইয়াসহ স্থানীয় কর্মকর্তাগণ এবং দেবিদ্বার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম মাওলা এবং ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ফাতেমা বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মুকুল, ট্যাগ অফিসার দেলোয়ার হোসেন মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত, দুর্যোগ আক্রান্ত এবং অতি দরিদ্র পরিবারগুলোর জন্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেন। এরই অংশহিসেবে কুমিল্লা জেলার ১৭টি উপজেলায় ১ লাখ ৯১ হাজার দুস্থ পরিবারকে ১০ কেজি করে চাল এবং অন্যান্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়। 

কুমিল্লা ত্রাণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম