শ্যামপুরে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ০৪:৩৯ পিএম
যমুনা গ্রুপের চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় রাজধানীর শ্যামপুর বড় মসজিদ পঞ্চায়েত কমিটির উদ্যোগে বুধবার দোয়া অনুষ্ঠিত হয়।
|
ফলো করুন |
|
|---|---|
যমুনা গ্রুপের চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় রাজধানীর শ্যামপুর বড় মসজিদ পঞ্চায়েত কমিটির উদ্যোগে বুধবার দোয়া অনুষ্ঠিত হয়।
হাজী শামীম আহমেদের বাড়িতে অনুষ্ঠিত দোয়া-মুনাজাত পরিচালনা করেন শ্যামপুর বড় মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মো. জহুরুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, এমন নুরুল ইসলাম আর দেখা মিলবে না। যিনি যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতির ভীত মজবুত করতে তিনি অসামান্য অবধান রেখেছেন। যিনি অত্যন্ত পরিশ্রম করে তিলে তিলে ৪১টি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। যেখানে হাজার হাজার মানুষকে কাজ দিয়ে তিনি জীবিকা নির্বাহের সুযোগ করে দিয়েছেন। দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে তিনি সারা জীবন সংগ্রাম করেছেন।
