প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন কোটালীপাড়ার আ’লীগ নেতাকর্মীরা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ০৫:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা পেলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার।
বুধবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু কোটালীপাড়া দলীয় কার্যালয়ে বসে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখের হাতে ঈদ উপহার হিসেবে নগদ ১৫ লাখ টাকা তুলে দেন।
এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচএম অহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, কামরুল ইসলাম বাদল, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের ঈদ উপহার হিসেবে ১৫ লাখ টাকা পাঠিয়েছেন। আমরা এই টাকা দলীয় নেতাকর্মীদের মাঝে বিতরণ করে দিব।
