Logo
Logo
×

সারাদেশ

বিদেশি মদসহ তাহিরপুরে ২ মাদক কারবারি আটক

Icon

যুগান্তর রিপোর্ট, তাহিরপুর

প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০১:৪৮ পিএম

বিদেশি মদসহ তাহিরপুরে ২ মাদক কারবারি আটক

বিদেশি মদের চালানসহ সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে দুই মাদক চোরাকাবারিকে আটক করেছেন পুলিশ। 

বৃহস্পতিবার তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে বুধবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, থানার এসআই মনিতোষ পালের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযানে নামেন।

অভিযানে বুধবার ভোরে উপজেলার উওর বড়দল ইউনিয়নের মাহারাম নদীর তীর হতে মাহারাম আর্দশ গ্রামের মোজাম্মেল হক ও জাহাঙ্গীর আলমকে সন্দেহজনকভাবে আটক করা হয়।

এরপর জনসম্মুখে তাদের দেহ তল্লাশি করে অতিরিক্ত অ্যালকোহলযুক্ত আমদানি নিষিদ্ধ পাঁচ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। 
 

মদ সুনামগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম