Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় সিএনজি ফিলিং স্টেশনে আগুন, দগ্ধ ২

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০২:৫৯ পিএম

কুমিল্লায় সিএনজি ফিলিং স্টেশনে আগুন, দগ্ধ ২

কুমিল্লার বুড়িচং উপজেলার ডুবাইরচর এলাকায় খোরশেদ আলম সিএনজি ফিলিং স্টেশনে বৃহস্পতিবার বিকালে কমপ্রেসার রুমে বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। 

এ সময় সুইচ বন্ধ করতে গিয়ে সায়েদুল ও কামাল হোসেন নামের দু’জন অগ্নিদগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ঘঁটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের ডুবাইরচর এলাকায় মহাসড়কের কুমিল্লাগামী অংশের পাশে খোরশেদ আলম সিএনজি ফিলিং স্টেশনে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় কমপ্রেসার রুমে বিষ্ফোরণ ঘটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। 

এ সময় সেখানে কর্মরত ইঞ্জিনিয়ার সায়েদুল ও ম্যানেজার কামাল হোসেন বৈদ্যুতিক সুইচ বন্ধ করার চেষ্টা করেন। এতে তারা দু’জনেই অগ্নিদগ্ধ হন। খবর পেয়ে কুমিল্লা ও চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

কুমিল্লা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপণের বিষয়টি তদন্তস্বাপেক্ষ জানা যাবে।
 

কুমিল্লা আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম