Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৪ আগস্ট ২০২০, ০১:৪৫ পিএম

কুমিল্লায় সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার আমতলী এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করে কুমিল্লার র‌্যাব-১১ সিপিসি-২ এর সদস্যরা।

মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার আমতলী এলাকায় একটি পিকআপ ও একটি মোটরসাইকেল আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ অর্থসহ পিকআপ এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন চট্টগ্রাম জেলার আকবরশাহ থানা এলাকার বিশ্বকলোনি কাঁচাবাজার গ্রামের শহিদুলের ছেলে মো. জোবায়ের আলম ওরফে সোহেল (২৬), বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার নারিচবুনিয়া গ্রামের শাহীনের ছেলে আসমাইন বজল আদিল ওরফে জয়নাল (১৯), কক্সবাজার জেলার রামু উপজেলার চাকমার কোল গ্রামের মৃত শাহনেওয়াজ কাজলের ছেলে মো. জাবের (১৯) এবং একই গ্রামের মৃত হোসেনের ছেলে মো. জাহাঙ্গীর (৪৭)।

কুমিল্লা ইয়াবা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম