Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে ট্রাকচাপায় দুলাভাই-শ্যালিকা নিহত

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২০, ০৯:১৮ এএম

কুড়িগ্রামে ট্রাকচাপায় দুলাভাই-শ্যালিকা নিহত

ছবি: যুগান্তর

কুড়িগ্রামে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী দুলাভাই ও শ্যালিকা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ হাজির মোড় এলাকার আবদুল মজিদের ছেলে এবং নাজমা আক্তার নাগেশ্বরী পৌরসভার বলদিটারী এলাকার নুরুল ইসলামের মেয়ে।

জানা যায়, দুলাভাই ও শ্যালিকা মোটরসাইকেল ভূরুঙ্গামারীর দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫৬৪৮২) চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। পরে দুর্ঘটনাকবলিত ট্রাক জব্দ করা হলেও এর চালক পালিয়ে যায়।

ভূরুঙ্গামারী থানার ওসি আতিয়ার রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।

কুড়িগ্রাম ট্রাকচাপা নিহত মোটরসাইকেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম