গুরুদাসপুরে ভিজিডি কার্ডের চাল আত্মসাতের অভিযোগ
গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২০, ০৩:০৭ পিএম
নাটোর
|
ফলো করুন |
|
|---|---|
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নে দুই বছর ধরে আদরী বেগম নামে এক মহিলার নামীয় ভিজিডি কার্ডের চাল উত্তোলন করে আত্মসাৎ করা হলেও তিনি কিছুই জানেন না বলে জানা গেছে।
ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে জানা যায়, চেয়ারম্যানের নিকটতম কিছু লোক নামে-বেনামে ভিজিডি ও ১০ টাকা কেজির চাল উত্তোলন করে আত্মসাৎ করেছে বলে স্থানীয়রা দাবি করেন।
উল্লেখিত ইউনিয়নের ১নং ওয়ার্ডের শ্যামপুর গ্রামের আহমোদ্দিনের কন্যা উপকারভোগী দুঃস্থ মহিলা আদরী বেগমকে নির্বাচন করা হয় দুই বছর আগে। দুই বছর আগে তার নামে ভিজিডি কার্ড হলেও তা তিনি জানেন না বলে দাবি করেন। আদরী বেগম বলেন, তার স্বামী দিনমজুর। তার নামে কার্ড করে চাল উত্তোলন করে যে আত্মসাৎ করেছে, তার কঠোর শাস্তির দাবি করেন তিনি।
এ ব্যাপারে স্থানীয় মেম্বার বাবলু বলেন, চেয়ারম্যান নিজ তত্ত্বাবধানে ভিজিডি, ভিজিএফ, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীভাতাসহ সব কাজ করেন। তিনি কোনো বিষয়েই কিছু জানেন না বলে জানান।
নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত রানা লাবু বলেন, ১০ টাকা কেজির চাল বিতরণে কিছুটা অনিয়ম থাকলেও ভিজিডি কার্ডে কোনো অনিয়ম নেই।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ বিষয়ে জানান, বিষয়টি খোঁজখবর নেয়া হচ্ছে। সুষ্ঠু সমাধান করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
