ঘরে ছাগল ঢুকাকে কেন্দ্র করে হামলা-ভাংচুর, গ্রেফতার ১
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ০৫:০০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঘরে ছাগল ঢুকাকে কেন্দ্র করে জামালপুরের মাদারগঞ্জের বীর ভাটিয়ানি গ্রামে প্রতিবেশীরা পিটিয়ে জখম করেছে একই পরিবারের ৩ জনকে। এদের মধ্যে আল আমিন নামে এক যুবককে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
ভুক্তভোগী ও মামলার এজহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে একটি ছাগল ঘরে ঢুকাকে কেন্দ্র করে বীর ভাটিয়ানি গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী নাসরিন বেগমের সঙ্গে প্রতিবেশী সোহেল মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোহেল ও তার ভাই স্বপন, মা ছায়েদা বেগম ও স্ত্রী আল্পনা ক্ষিপ্ত হয়ে নাসরিম বেগম ও তার ছেলে রবিনকে বেদম মারপিট করে।
এ সময় নাসরিন বেগমের অপর পুত্র আল আমিন মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ঢুকার সময় সোহেল ও তার পরিবারের লোকজন চলন্ত মোটরসাইলের উপর আল আমিনকেও পিটিয়ে হাত ভেঙে দেয়। দুর্বৃত্তরা নাসরিন বেগমের ঘরবাড়ি ভেঙে ফেলে এবং মালামাল লুট করে নেয়। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ সোহেল মিয়াকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
