Logo
Logo
×

সারাদেশ

হাতিয়ায় ছোট বোনকে গলা টিপে হত্যা করলেন ভাই

Icon

নোয়াখালী ও হাতিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২০, ০৮:০০ এএম

হাতিয়ায় ছোট বোনকে গলা টিপে হত্যা করলেন ভাই

ফাইল ছবি

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া চানন্দিতে পারিবারিক কলহের জেরে ছোট বোনকে গলাটিপে হত্যা করেছেন বড় ভাই। নিহত বোনের নাম  কুলসুম আক্তার।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার চানন্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোছাম্মদ কুলছুমা আক্তার (২২)  একই এলাকার বাসিন্দা। তিনি অবিবাহিত ছিলেন।
 
হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, ঘটনার পর থেকে নিহতের বড় ভাই মো. শফি আলম পলাতক রয়েছেন। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

ওসি জানান, নিহতের পরিবারে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এক পর্যায়ে রাতে পারিবারিক কলহের জেরে বড় ভাই ছোট বোনকে গলা টিপে হত্যা করে পালিয়ে যান।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মরদেহ ময়নাতদন্ত শেষে পুলিশ এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

হাতিয়া ছোট বোন গলা টিপে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম