বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে ৯০টি পাখি অবমুক্ত
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২০, ০৪:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতা সমাজসেবী জালাল উদ্দিন তুহিনের উদ্যোগে ঈশ্বরদীতে খাঁচায় বন্দি পায়রাসহ ৯০টি পাখি অবমুক্ত করা হয়েছে।
রোববার দুপুরে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ম্যুরালের সামনে বন্দি এসব পাখি অবমুক্তকরণ ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করা হয়।
একই সঙ্গে উপজেলার বিভিন্ন এলাকায় জালাল উদ্দিন তুহিনের সহযোগিতায় অনুরূপ কর্মসূচি পালন করা হয়।
রাজনৈতিক কর্মসূচি ছাড়াও জালাল উদ্দিন তুহিন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত। করোনা সংকটের সময় তিনি ঈশ্বরদীর প্রায় তিন হাজার মানুষের মাঝে নগদ অর্থ, খাদ্য সহায়তা ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
এছাড়া করোনাকালে জালাল উদ্দিন তুহিনের ‘ভালোবাসার গাড়ি, পৌঁছে যাবে বাড়ি বাড়ি’ কর্মসূচির মাধ্যমে এক হাজারের অধিক দুস্থ পরিবারের বাড়িতে এক মাসের খাদ্যসামগ্রী বাড়িতে পৌঁছে দেয়ায় তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।
