Logo
Logo
×

সারাদেশ

সৎ মায়ের বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ

Icon

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২০, ০৪:৩৯ পিএম

সৎ মায়ের বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ

ময়মনসিংহের তারাকান্দায় সৎ মায়ের বিরুদ্ধে শনিবার রাতে লাভলী আক্তার (৮) নামে এক শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ সৎ মাকে গ্রেফতার করে রোববার আদালতে পাঠিয়েছে।

জানা যায়, তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের ভালকি গ্রামের মো. আবু চানের প্রথম স্ত্রী নিরুদ্দেশ হওয়ার পর প্রায় ৫ বছর আগে শামছুন্নাহার নামে এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন। 

শনিবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশে পানিতে আবু চানের প্রথম স্ত্রীর সন্তান লাভলী আক্তারের লাশ ভাসতে দেখেন এলাকাবাসী।

এলাকাবাসীর ধারণা সৎমা তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ফেলে রেখেছে।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মর্গে প্রেরণ করে। এ ঘটনায় আবু চান বাদী হয়ে দ্বিতীয় স্ত্রী শামছুন্নাহারের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সৎ মাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম