Logo
Logo
×

সারাদেশ

কলমাকান্দায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২০, ০১:০০ পিএম

কলমাকান্দায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

নেত্রকোনা

নেত্রকোনার কলমাকান্দায় তেরো বছরের এক প্রতিবন্ধী শিশুকে বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার রাতে ভিকটিমের বাবা কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। আর ওই প্রতিবন্ধী শিশুকে সোমবার বেলা ১১টার দিকে নেত্রকোনা কোর্টে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনাটি ঘটে উপজেলার লেংগুরা ইউনিয়নের চেংগ্নী গ্রামে। অভিযুক্ত আবু তাহের ওরফে আবুল (৫০) পেশায় একজন পান ব্যবসায়ী।

 

ভিকটিমের বাবা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্ত আবুল ভিকটিমের বাড়ির পাশে তার ভাইয়ের বাড়িতে আসে গরুর জন্য খড় নিতে। খড় নিয়ে যাওয়ার সময় অভিযুক্তের ভাতিজি বায়না ধরে চাচার সঙ্গে তার বাড়িতে যাওয়ার। পরে আবুল নিজ ভাতিজিকে কোলে নিয়ে ভিকটিমের পরিবারের সম্মতিতে খড়ের বোঝা নিয়ে আবুলের সঙ্গে বাড়িতে যায়। ওই রাতে আবুল প্রতিবন্ধী শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে ভিকটিম বাড়িতে এসে পরিবারের লোকজনকে বিষয়টি জানালে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার পর্যায়ে চলে যায়।

 

রোববার দুপুরে ভিকটিমের বড় বোন ও ভগ্নিপতি বাড়িতে এসে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করার চেষ্টা চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আবুল পালিয়ে যায় এবং ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম জানান, এ ঘটনায় রোববার রাতে ভিকটিমের বাবা কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন। আর ওই প্রতিবন্ধী শিশুটিকে সোমবার সকালে নেত্রকোনা কোর্টে প্রেরণ করা হয়েছে।

নেত্রকোনা কলমাকান্দা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম