Logo
Logo
×

সারাদেশ

পেটের ব্যথায় ময়মনসিংহে গৃহবধূর আত্মহত্যা

Icon

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২০, ০৩:৩৫ পিএম

পেটের ব্যথায় ময়মনসিংহে গৃহবধূর আত্মহত্যা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পেটের ব্যথা সইতে না পেরে নূরজাহান বেগম (৪৫) নামে এক গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার উপজেলার শিলাসী গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

জানা যায়, সালটিয়া ইউনিয়নের শিলাসী গ্রামের খোকা মিয়ার স্ত্রী ৫ সন্তানের জননী নূরজাহান বেগম দীর্ঘদিন যাবত পেটের ব্যথাসহ নানা রোগে ভুগছিলেন। সোমবার সকালে নূরজাহানের পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। ব্যথা সইতে না পেরে বসত ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ময়মনসিংহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম