Logo
Logo
×

সারাদেশ

সিলেটে শ্রমিক নেতা রিপনের খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১০ আগস্ট ২০২০, ০৪:৩০ পিএম

সিলেটে শ্রমিক নেতা রিপনের খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন

সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রিপন হত্যা মামলার সুষ্ঠু তদন্তসহ দ্রুতবিচারের মাধ্যমে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সংগঠনের নেতারা।

সোমবার সকালে সর্বস্তরের ট্যাঙ্কলরি শ্রমিক নেতারা বিক্ষোভ মিছিলসহকারে নগরীর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট সংলগ্ন যমুনা ডিপোর সামনে থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। এ সময় শ্রমিক নেতারা সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদান শেষে শ্রমিক নেতারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

শ্রমিক নেতা রিপনের খুনির ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মনির হোসেন। দফতর প্রধান সহকারী রকিব হাসানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কাউছার আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আজিজ, সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমদ, অর্থ সম্পাদক মো. ইকবাল হোসেন, দফতর সম্পাদক মো. আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মো. গোলাপ খান, লাইন সম্পাদক কবির খান, কার্যকারী সদস্য বশির মিয়া, আব্দুল জলিল প্রমুখ। এছাড়াও বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অসংখ্য শ্রমিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রিপনের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, পুলিশ মহাপরিদর্শক, পুলিশ সুপার সিলেটসহ বিভিন্ন দফতরে অনুলিপি দেয়া হয়েছে।

সিলেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম