Logo
Logo
×

সারাদেশ

যশোরে কাভার্ডভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ০৩:২৫ পিএম

যশোরে কাভার্ডভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু

যশোরের ঝিকরগাছায় কাভার্ডভ্যানের ধাক্কায় মারা গেছেন মোটরসাইকেল আরোহী দুই যুবক। মঙ্গলবার বিকাল ৩টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার বেনেয়ালি গ্রামের গির্জার সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেলচালক যশোর শহরের সার্কিট হাউসপাড়ার মাহবুবুর হকের ছেলে কাজী মুশফিক মাহবুব প্রিয় (২৫) ও আরোহী যশোর শহরের মিশনপাড়ার দিলীপ দাসের ছেলে কাব্য দাস (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে বেনাপোল থেকে মোটরসাইকেলে যশোর যাচ্ছিলেন মুশফিক মাহবুব প্রিয় ও কাব্য দাস। বিকাল ৩টার দিকে ঝিকরগাছার বেনেয়ালি গির্জার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া কাভার্ডভ্যান ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

যশোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম