Logo
Logo
×

সারাদেশ

নাঙ্গলকোটে পল্লী চিকিৎসক হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ০৩:১৩ পিএম

নাঙ্গলকোটে পল্লী চিকিৎসক হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

কুমিল্লা

কুমিল্লার নাঙ্গলকোটে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত পল্লী চিকিৎসক মো. জামশেদ আলম ভূঁইয়ার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

 বুধবার বিকালে নাঙ্গলকোট উপজেলার বাকীহাটি গ্রামে এ মানববন্ধন করা হয়। এতে গ্রামের শত শত নারী-পুরুষ অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল হাসেম মাস্টার, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন ভুইয়া, নিহতের মেয়ে ফারজানা আক্তার।

বক্তারা সমাজসেবী পল্লী চিকিৎসক জামশেদ আলম ভূঁইয়ার হত্যাকরীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন।

উল্লেখ্য, গত ৭ আগস্ট আসর নামাজের পর তাকে পিটিয়ে হত্যা করা হয়। এ ব্যাপারে ১৩ জনকে আসামি করে তার ছেলে বাদী হয়ে নাঙ্গলকোট থানায় হত্যা মামলা করেন।

খুন মানববন্ধন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম