Logo
Logo
×

সারাদেশ

মেজর পেলে তাতিন্দ্র লাল চাকমা আর নেই

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ০৭:৩২ এএম

মেজর পেলে তাতিন্দ্র লাল চাকমা আর নেই

তাতিন্দ্র লাল চাকমা। ছবি: যুগান্তর

পাহাড়ের আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা গ্রুপের) কেন্দ্রীয় সভাপতি তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলে আর নেই।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তিনি দুই ছেলে, এক মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গত ৩ আগস্ট অসুস্থ হলে তাকে প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে তাকে গত ৮ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন তিনি মারা যান।


সাবেক এ গেরিলা নেতা অবিভক্ত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। দুই দশকেরও বেশি সময় ধরে সশস্ত্র আন্দোলনে নেতৃত্বদানকারীদের মধ্যে অন্যতম তিনি। তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরের আগ পর্যন্ত সন্তু লালমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সশস্ত্র শাখা ‘শান্তি বাহিনীর’ সহকারী ফিল্ড কমান্ডারের দায়িত্ব ছাড়াও চুক্তির পর প্রকাশ্য রাজনীতিতে ভূমিকা পালন করেন।

সন্তু লারমার নেতৃত্ব থেকে বেরিয়ে ২০০৯ সালে জনসংহতি সমিতির আরেকটি অংশ সৃষ্টি হয়। সেটির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ছিলেন মেজর পেলে। সর্বশেষ গত ১৮ ফেব্রুয়ারি জনসংহতি সমিতির জাতীয় সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন।

পার্টির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা জানান, খাগড়াছড়ির দীঘিনালায় তার দাহক্রিয়া সম্পন্ন করা হবে।

খাগড়াছড়ি মেজর তাতিন্দ্র লাল মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম