Logo
Logo
×

সারাদেশ

মুজিব শতবর্ষে কলমাকান্দায় যুগান্তর স্বজন সমাবেশের বৃক্ষরোপণ

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ১১:৩৪ এএম

মুজিব শতবর্ষে কলমাকান্দায় যুগান্তর স্বজন সমাবেশের বৃক্ষরোপণ

মুজিব শতবর্ষ উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় যুগান্তর স্বজন সমাবেশ উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কলমাকান্দা সরকারি কলেজ প্রাঙ্গণে আমগাছ রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন যুগান্তর স্বজন সমাবেশের প্রধান উপদেষ্টা ও কলমাকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ সুকুমার চন্দ্র বণিক।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলমাকান্দা সরকারি কলেজের সহকারি অধ্যাপক মোহাম্মদ আলী সিদ্দিকী, প্রভাষক অপূর্ব কান্তি তালুকদার, প্রভাষক একেএম গোলাম কিবরিয়া, প্রধান অফিস সহকারী আশুতোষ সাহা, অফিস সহকারী পলাশ সাহা, যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি প্রণয় কুমার তালুকদার, সহসভাপতি রাজন সাহা রুপন, সাধারণ সম্পাদক ডা. অলক কুমার সিংহ, স্বজন উপদেষ্টা ও যুগান্তর প্রতিনিধি প্রান্ত সাহা বিভাস, যুগ্ম সম্পাদক সুমন চন্দ্র সরকার, সদস্য সাদিকুল ইসলাম, তোফায়েল আহমদ প্রমুখ।
 

স্বজন সমাবেশ বৃক্ষরোপন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম