Logo
Logo
×

সারাদেশ

পিতৃপরিচয়ের দাবিতে মামলা, গ্রেফতার ১

Icon

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ০৪:১০ পিএম

পিতৃপরিচয়ের দাবিতে মামলা, গ্রেফতার ১

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পিতৃপরিচয়ের দাবিতে মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরেরচর চেংটিমারী গ্রামে।

জানা গেছে, ডাংধরা ইউনিয়নের পাথরেরচর চেংটিমারী গ্রামের আবুল মিয়ার ছেলে শফিকুল নানা প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২০) ধর্ষণ করে। এতে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ২০ দিন আগে তিনি সন্তান প্রসব করেন।

এই সন্তানের পিতৃপরিচয়ের দাবিতে ওই তরুণী বাদী হয়ে বৃহস্পতিবার দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আফতাব হোসেন পাথরেরচর থেকে শফিকুলকে গ্রেফতার করেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি এমএম ময়নুল ইসলাম জানান, ওই তরুণী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। শফিকুলকে গ্রেফতার করে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

জামালপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম