Logo
Logo
×

সারাদেশ

পাবনায় দেড় হাজার বন্যার্ত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ০৪:৩০ পিএম

পাবনায় দেড় হাজার বন্যার্ত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

পাবনার বেড়ায় দেড় হাজার বন্যার্ত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে দেশের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন মর্জিনা-লতিফ ট্রাস্ট। বৃহস্পতিবার বেড়া পৌরসভা প্রাঙ্গণে জনপ্রতিনিধিদের কাছে এসব খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর কাদের।

বেড়া পৌরসভার মেয়র আবদুল বাতেনের সভাপতিত্বে বক্তব্য দেন মর্জিনা-লতিফ ট্রাস্টের যুগ্ম মহাসচিব মাহবুব হোসেন খান বাবলু, ট্রাস্টের সদস্য ও পাবনা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান আখতার।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেড়া পৌরসভার উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন তারা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কৈটলা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, চাকলা ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন, নতুন ভারেঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলম খান, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

মর্জিনা-লতিফ ট্রাস্ট এর আগে ঈদুল আজহার পরদিন বেড়ায় করোনায় কর্মহীন দরিদ্র ১ হাজার পরিবারের মধ্যে কোরবানির গোশতসহ খাদ্যসামগ্রী বিতরণ করে। করোনার শুরু থেকেই অন্তত ১০ হাজার দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ট্রাস্টটি। একই সঙ্গে ট্রাস্টের উদ্যোগে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদানসহ দুস্থদের সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।

পাবনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম