Logo
Logo
×

সারাদেশ

বরগুনায় ব্যাগভর্তি হরিণের চামড়া উদ্ধার

Icon

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২০, ১১:২৯ এএম

বরগুনায় ব্যাগভর্তি হরিণের চামড়া উদ্ধার

বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা খালেরপাড় থেকে প্লাস্টিকের ব্যাগভর্তি ৩টি হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ২টার দিকে বাদুরতলা খালেরপাড় থেকে কোস্টগার্ড চামড়াগুলো উদ্ধার করে। তবে কাউকে আটক করতে পারেনি তারা।

কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. মেহেদি হাসান বলেন, হরিণের চামড়া বিক্রি করার উদ্দেশ্যে পাচার করা হচ্ছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পাচারকারীরা টের পেয়ে প্লাস্টিকের ব্যাগভর্তি হরিণের চামড়া ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেখানে ৩টি হরিণের চামড়া পাওয়া যায়। হরিণের চামড়াগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

বরগুনা হরিণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম