Logo
Logo
×

সারাদেশ

ঠাকুরগাঁও হাসপাতালের ৭ চিকিৎসক করোনায় আক্রান্ত, চিকিৎসাসেবা বিঘ্নিত

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২০, ১১:৩২ এএম

ঠাকুরগাঁও হাসপাতালের ৭ চিকিৎসক করোনায় আক্রান্ত, চিকিৎসাসেবা বিঘ্নিত

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়কসহ ৭ চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এসব চিকিৎসক এখন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। ফলে চিকিৎসাসেবা বিঘ্নিত হচ্ছে।

করোনায় আক্রান্ত চিকিৎসকরা হলেন- ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপল, শিশু বিশেষজ্ঞ ডা. শাহজাহান নেওয়াজ, চক্ষু বিশেষজ্ঞ ডা. আশরাফুল ইসলাম, গাইনি বিশেষজ্ঞ ডা. রোকেয়া সাত্তার, কার্ডিওলজিস্ট ডা. রেজাউল করিম শিপলু, মেডিকেল অফিসার ডা. জিপি সাহা, রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান। 

অন্যদিকে হরিপুর উপজেলার পরিবার ও পরিকল্পনা বিভাগের উপসহকারী কমিউনিটি হেলথ চিকিৎসক (সেকমো) জাকারিয়া হোসেন (৫৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বলেন, করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে এই জেলায়। এখানে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক কেএম কামরুজ্জামান সেলিমের বাবা-মাসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।  

এখন পর্যন্ত জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫৯৬ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন ৩০২ জন। 

গত ২৪ ঘণ্টায় ৭৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে আওয়ামী লীগ নেতা রওশন আলীসহ ১০ জন মারা গেলেন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৭ জন। 
 

ঠাকুরগাঁও করোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম