‘রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের কারণে লাভবান হচ্ছে ভারত’
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৬ আগস্ট ২০২০, ০৪:৩৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাষ্ট্রয়ত্ত পাটকল বন্ধর জন্য বাংলাদেশ পাটের বিশ্ববাজার হারাচ্ছে, যার প্রভাব বেসরকারি জুট মিলগুলোর ওপরও পড়বে। তবে লাভবান হচ্ছে ভারত। পাটের বিশ্ববাজারে বাংলাদেশ যে প্রতিযোগিতায় ছিল, তা এখন এক চেটিয়াভাবে ভারতের কাছে চলে যাবে।
রোববার বিকালে রাষ্ট্রয়ত্ত পাটকল চালুর দাবিতে যশোরের কার্পেটিং জুট মিল গেট হতে খুলনার ইস্টার্ন জুট মিল গেট পর্যন্ত পদযাত্রা কর্মসূচিতে নেতারা এসব কথা বলেন। পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহবানে বিকাল সাড়ে ৩টায় পাটকল চালু ও আধুনিকীকরণ দাবিতে এ কর্মসূচি শুরু হয়।
সংগঠনের আহবায়ক অ্যাডভোকেট কুদরাত-ই খোদার সভাপতিত্বে কার্পেটিং জুট মিলের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন- গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ওয়ার্কার্স পার্টির নেতা ইকবাল কবীর জাহিদ, সিপিবি নেতা মোশারেফ হোসেন, শমসের আলী, নজরুল ইসলাম প্রমুখ।
