করোনায় নড়াইল জেলা আ'লীগের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যু
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২০, ১২:২৫ পিএম
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ (৭২)
|
ফলো করুন |
|
|---|---|
নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক পিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ (৭২) ঢাকায় সরকারি কর্মচারী হাসপাতালে রোববার রাতে করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নড়াইল-২ আসনের এমপি ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, জেলা আওয়ামী লীগের সভাপতি আ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুসহ জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। প্রয়াত এই নেতার প্রতি গভীর শ্রদ্ধা, বিদেহী আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তারা। মৃত্যকালে প্রয়াত ওই নেতা স্ত্রী, দুই কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদের করোনার উপসর্গ দেখা দিলে করোনায় আক্রান্ত কিনা তা জানার জন্য নমুনা দেন। গত ৭ আগস্ট রিপোর্টে করোনায় আক্রান্ত হন বলে জানা যায়। তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ৮ আগস্ট ঢাকার কর্মচারী হাসপাতালে ভর্তি হন এবং আইসিইউতে রাখা হয়। সেখানে রোববার রাত ৯টা ২৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন।
নিহতের আত্মীয় সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম নবী যুগান্তরকে বলেন, ‘সোমবার সকালে নড়াইল আইনজীবী সমিতির ভবনে তার স্মরণে শোক সভা হয়। পরে বিকালে স্বাস্থ্যবিধি অনুসরণ করে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান ও জানাজা শেষে পৌর গোরস্থানে লাশ দাফন করা হয়েছে।
