Logo
Logo
×

সারাদেশ

রাজশাহীতে আদিবাসী নারী ধর্ষণচেষ্টা, আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৭ আগস্ট ২০২০, ০১:৫৯ পিএম

রাজশাহীতে আদিবাসী নারী ধর্ষণচেষ্টা, আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রাজশাহীর গোদাগাড়ীর গোগ্রাম ইউনিয়নের ইটাহারি গ্রামে আদিবাসী নারী ধর্ষণচেষ্টা, মারধর, হুমকির প্রতিবাদ এবং প্রধান আসামি পলাতক জহিরুল ইসলামকে দ্রুত গ্রেফতার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।

জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়ের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, দফতর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, কেন্দ্রীয় সদস্য রাজকুমার শাও, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলার সভাপতি উপেন রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তরুণ মুন্ডা, আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সদস্য উত্তম কুমার মাহাতো প্রমুখ।
 
এ সময় বক্তারা বলেন, ইটাহারি গ্রামে আদিবাসী নারী ধর্ষণচেষ্টার মূল হোতা জহুরুল ইসলাম ও তার সন্ত্রাসী বাহিনীকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।

রাজশাহী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম