খুলনায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে সুইমিং কমপ্লেক্স ও জিমনেশিয়াম
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৮ আগস্ট ২০২০, ০৮:০৬ এএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
খুলনা মহানগরীতে আধুনিক মানের সুইমিং কমপ্লেক্স এবং জিমনেশিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ১১ কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করবে। ইতিমধ্যে প্রকল্পটির নকশা ও বাজেট প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই কাজ শুরু হবে।
জানা যায়, নগরীর মুজগুন্নি আবাসিক এলাকায় কেডিএর নিজস্ব কমার্শিয়াল জায়গায় ‘কেডিএ মুজগুন্নি সুইমিং কমপ্লেক্স ও জিমনেশিয়াম’ স্থাপনের জন্য নির্ধারণ করা হয়েছে।
যশোর-খুলনা সড়কের পাশেই এবং নগরীর মুজগুন্নি পার্কের দক্ষিণ পাশে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে পয়েন্ট ৬৩ একর জমিতে।
প্রকল্পের জায়গার এক পাশে এক তলা বিশিষ্ট একটি ভবন হবে। যা চেঞ্জিং রুম এবং ওয়াস রুম হিসেবে ব্যবহার করা হবে। তার পাশে আরও একটি দুই তলা বিশিষ্ট ভবন হবে। যেখানে জিমনেশিয়ামের ব্যবস্থা থাকবে। এই দুটি ভবনের মাঝখানের জায়গায় দুটি পৃথক সুইমিংপুল হবে। একটি শিশু ও নারীদের জন্য অপরটি পুরুষদের জন্য।
এ বিষয়ে কেডিএর নির্বাহী প্রকৌশলী (পূর্ত) মো. আরমান হোসেন জানান, প্রকল্পটির ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ১১ কোটি টাকা।
রোববার প্রকল্পের ডিপিপি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
নির্বাহী প্রকৌশলী (প্রকল্প) মো. মোরতোজা আল মামুন বলেন, প্রকল্প বাস্তবায়ন হলে এটি খুলনার আধুনিক সুইমিং কমপ্লেক্স এবং জিমনেশিয়াম হবে। শহরের শিশু ও নারীসহ সব ধরণের মানুষ এখান থেকে সেবা নিতে পারবে।
