Logo
Logo
×

সারাদেশ

যাত্রীবাহী পারাবাত লঞ্চের ধাক্কায় সুরভী ক্ষতিগ্রস্ত

Icon

বরিশাল ব্যুরো 

প্রকাশ: ১৮ আগস্ট ২০২০, ০৪:০০ পিএম

যাত্রীবাহী পারাবাত লঞ্চের ধাক্কায় সুরভী ক্ষতিগ্রস্ত

বরিশাল আধুনিক নৌ-টার্মিনাল বন্দরে ঢাকা-বরিশাল নৌরুটের বিলাসবহুল লঞ্চ এমভি পারাবাত-১২ এর ধাক্কায় এমভি সুরভী-৮ ক্ষতিগ্রস্ত হয়েছে। লঞ্চ  বার্দিং (ভেড়ানোর) করার সময় এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার ভোরে লঞ্চ দুটিতে সংঘর্ষ লাগলে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

দুর্ঘটনায় সুরভী-৮ লঞ্চের দোতলার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যাত্রীদের কেউ হতাহত হননি। এ তথ্য নিশ্চিত করেছেন সুরভী-৮ লঞ্চের ডাইভার সিরাজুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ঢাকা-বরিশাল রুটের একটি লঞ্চের মাস্টার নাম প্রকাশ না করার শর্তে বলেন, সুরভী-৮ লঞ্চ ঘাটে যাত্রী নামাচ্ছিল। ভোর পৌনে ৫টার দিকে পারাবাত-১২ আকস্মিক সুরভীকে ধাক্কা দেয়। এতে দুই লঞ্চের যাত্রীদের মধ্যে অস্থিরতা দেখা দেয়। সুরভীর দোতলায় বেশ ক্ষতি হয়েছে।

তিনি বলেন, পারাবাত বরাবরই বেপরোয়াভাবে চলাচল করছে।

এ ব্যাপারে নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ বরিশালের সহকারী পরিচালক শহিদুল ইসলাম বলেন, ভোর পৌনে ৫টার দিকে বরিশাল নৌবন্দরে বার্দিং করা সুরভী-৮ লঞ্চের ওপর হঠাৎ আঘাত হানে পারাবাত-১২। বিআইডব্লিটিএ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান সহকারী পরিচালক শহিদুল।

সুরভী লঞ্চ কর্তৃপক্ষ দাবি করেছে, পারাবাত-১২ বেপরোয়া গতিতে তাদের লঞ্চের ওপর আছড়ে পড়ে। এতে লঞ্চের দোতলার সামনের আন্নিতে আঘাতের ফলে লঞ্চটির দোতলার বেসিন, বাথরুম ভেঙে গেছে।

অপরদিকে পারাবাত-১২ লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, ঘাট এলাকায় তীব্র স্রোতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটেছে। তবে কোনো যাত্রী আহত হয়নি।

বরিশাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম