Logo
Logo
×

সারাদেশ

‘চমেক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে প্রশাসন দায় এড়াতে পারবে না’

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৮ আগস্ট ২০২০, ০৪:৩৮ পিএম

‘চমেক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে প্রশাসন দায় এড়াতে পারবে না’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. ওসমান গনি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাহিত্য বিষয়ক সম্পাদক চমেক শিক্ষার্থী সানি হাসনাইন প্রান্তিকের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও তাদির শাস্তি দাবি করা হয়েছে। 

মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে সংগঠনের পক্ষ থেকে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।  

বক্তারা বলেন, নৃশংস এ হামলায় জড়িতরা গ্রেফতার ও তাদের শাস্তি না হলে কঠোর কর্মসূচি প্রদান করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এর দায় এড়াতে পারবে না চমেক প্রশাসন।

চমেক ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান, চমেক ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্য সচিব তাজওয়ার রহমান অয়ন ছাড়াও ছাত্রলীগ নেতাদের মধ্যে ডা. ফাহাদ বিন তৈয়ব, ডা. মোহাম্মদ বদরুদ্দোজা, ডা. আশীষ, ডাক্তার স্নেহাশীষ এতে বক্তব্য রাখেন।

মানববন্ধনে সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন, বিবিএমএইচ, আইএএইচএস, ইউএসটিসি ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
 

চমেক মানববন্ধন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম