বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানের চারা দিল বিএনপি
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২০, ০৫:১১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিএনপির পক্ষ থেকে আমন ধানের চারা বিতরণ করা হয়েছে। শেরপুর জেলা বিএনপির উদ্যোগে বুধবার বেলা ১১টার দিকে শেরপুর সদর উপজেলার চর পক্ষীমারী ইউনিয়নের সাত পাকিয়া গ্রামে এসব চারা বিতরণ করা হয়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল চৌধুরী উপস্থিত থেকে ধানের চারা বিতরণ করেন।
এ ছাড়াও এ সময় জেলা বিএনপি, উপজেলা বিএনপি, শহর বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
