দুর্গন্ধের সূত্র ধরে নিজ বাড়ি থেকে ইউপি সদস্যের লাশ উদ্ধার
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২০, ০১:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের হালুয়াঘাটে দুর্গন্ধ পাওয়ার পর নিজ বাড়ি থেকে ইউপি সদস্য জাকির হোসেনের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৮টায় হালুয়াঘাট পৌর শহরের উত্তর বাজারের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জাকির হোসেন সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার।
স্থানীয়রা জানান, সোমবার বিকালে জাকির হোসেনকে পৌর শহরের উত্তর বাজারের নিজ বাসার সামনে দোকানে চা পান করতে দেখলেও এরপর থেকে তাকে কোথাও দেখা যাচ্ছিল না। বুধবার সন্ধ্যায় হোটেল ইমেক্সের কর্মচারীরা দুর্গন্ধ পাওয়ায় জাকির হোসেনের ঘরের টিনের বেড়া ফাঁক করে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
হালুয়াঘাট থানার ওসি মাহমুদুল হাসান জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে বেড়া কেটে ঘরে প্রবেশ করে জাকিরের লাশ উদ্ধার করেন। পরে পরিবারের কাছে দাফনের জন্য লাশ হস্তান্তর করা হয়।
