Logo
Logo
×

সারাদেশ

‘২১ আগস্ট গ্রেনেড হামলা আন্তর্জাতিক সন্ত্রাস’  

Icon

তানোর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২০, ০৩:৫৮ পিএম

‘২১ আগস্ট গ্রেনেড হামলা আন্তর্জাতিক সন্ত্রাস’   

রাজশাহীর তানোর পৌর এলাকার তালন্দবাজার সংলগ্ন মাঠে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে আলোচনা সভা।

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড বলে মন্তব্য করেছেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী। তিনি বলেন, ২১ আগস্ট বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার ওপর হামলা আন্তর্জাতিক সন্ত্রাস।

 

জাতির পিতার কন্যা ও গণতন্ত্রের মানসকন্যাকে হত্যাচেষ্টার ঘটনা বিশ্ব ইতিহাসে নজিরবিহীন নিন্দনীয় অপরাধ। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, আওয়ামী লীগের খেয়েপরে মোটাতাজা হয়ে আওয়ামী লীগের সাথে যারা বেইমানি করে তাদের কোনো ছাড় দেয়া হবে না। তাদের সব ষড়যন্ত্র রুখে দেবে এ অঞ্চলের মানুষ।

 

শুক্রবার (২১ আগস্ট) বিকালে রাজশাহীর তানোর পৌর এলাকার তালন্দবাজার সংলগ্ন মাঠে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাংসদ ওমর ফারুক চৌধুরী।

তানোর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুন্নবী বাবু চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি শরিফ খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না। এ সময় সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক রামকমল সাহা।

 

চেয়ারম্যান ময়না তার বক্তব্যে বলেন, তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় নারকীয় এ গ্রেনেড হামলা চালানো হয়েছিল। সেদিনের হামলায় আইভি রহমানসহ ২৪ জন প্রাণ হারালেও ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘাতকদের মূল টার্গেট ছিল তাকে হত্যা করার মাধ্যমে দেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেয়া।

 

এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহাব হোসেন লালু, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন, আতাউর রহমান, মাইনুল ইসলাম স্বপন প্রমুখ। পরে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে সভা সমাপ্ত হয়।

তানোর ২১আগস্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম