Logo
Logo
×

সারাদেশ

১৪৪ ধারা ভঙ্গ করে অভয়নগরে ভাঙচুর, লুটপাট

Icon

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২০, ০২:৫১ পিএম

১৪৪ ধারা ভঙ্গ করে অভয়নগরে ভাঙচুর, লুটপাট

যশোরের অভয়নগর উপজেলার কাপাসহাটি গ্রামে ১৪৪ ধারা ভঙ্গ করে এক নারীর বাড়িঘর ভাঙ্চুর ও লুটপাট করেছে প্রতিপক্ষ।

যশোরের অভয়নগর উপজেলার কাপাসহাটি গ্রামে ১৪৪ ধারা ভঙ্গ করে এক নারীর বাড়িঘর ভাঙ্চুর ও লুটপাট করেছে প্রতিপক্ষ।

 

শুক্রবার রাতে বিষয়টি লিখিত আকারে অভয়নগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার কাপাসহাটি গ্রামের মোছা. ফিরোজা খাতুনের বসতবাড়িতে ১৪৪ ধারা জারিকৃত জমিতে আইন ভঙ্গ করে প্রতিপক্ষ গ্রুপের লোকেরা হঠাৎ হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে।

 

এ ঘটনায় ৪ জনকে বিবাদি করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়। বিবাদীরা হলেন, আক্কেল আলী, মো. আসাদুজ্জামান, আবদুর রউফ ও আবুল কালাম আজাদ।

 

বিষয়টি সম্পর্কে শনিবার বিকালে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

যশোর অভয়নগর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম