সিংড়ায় চিরকুট লিখে বৈদ্যুতির মিটার চুরি করছে দুর্বৃত্তরা
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২০, ০৪:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নাটোরের সিংড়ায় অভিনব কায়দায় বৈদ্যুতিক মিটার চুরি করা হয়েছে। সিগারেটের পেকেটের কাগজে চিরকুটে মোবাইল নম্বর লিখে রেখে যায় দুর্বৃত্তরা।
রোববার রাতে উপজেলায় জামতলী এলাকায় তিনটি ‘স’ মিলের মিটার চুরি হয়েছে। এ ঘটনায় উপজেলার বৈদ্যুতিক শিল্প গ্রাহকদের মাঝে নতুন করে দেখা দিয়েছে আতঙ্ক।
এলাকাবাসী ও বৈদ্যুতিক গ্রাহক সূত্রে জানা যায়, গত বছরের মতো রোববার রাতে উপজেলার জামতলী বাজার এলাকার তিনটি ‘স’ মিলের বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। নিচে সিগারেটের প্যাকেটের কাগজে চিরকুটে ০১৩১৩৫৪০২৯৪ মোবাইল নম্বর লিখে রেখে যায় তারা।
সকালে মিটার চুরি হয়ে যাওয়া স্থান থেকে প্রাপ্ত মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে প্রতিটি মিটার ছয় হাজার টাকা বিকাশ করলে ফেরত দেয়ার আশ্বাস দেয় দুর্বৃত্তরা।
পলাশ ‘স’ মিলের মালিক শ্রী পলাশ সূত্রধর বলেন, তাদের চুরি হয়ে যাওয়া তিনটি বৈদ্যুতিক মিটারের মূল্য প্রায় এক লাখ টাকা। আর তিনটি মিলে প্রতিদিন ২০ থেকে ২৫ জন শ্রমিক কাজ করেন। হঠাৎ মিটার চুরি হওয়ায় মিল বন্ধ রয়েছে। তাই শ্রমিকদের বসে থাকতে হচ্ছে।
বৃষ্টি-বরষা ‘স’ মিলের স্বত্বাধিকারী আব্দুল বারী ডাবলু বলেন, গত বছরেও একইভাবে তার মিলের মিটার চুরি হয়েছিল। পরে অনেক দৌড়াদৌড়ি করে পাশের আজাদ দরগা নামক একটি জায়গার জঙ্গল থেকে চুরি যাওয়া মিটার ফেরত পেয়েছিলাম। সে সময় ৭ দিন তার মিল বন্ধ ছিল। আবার নতুন করে বিপদ। আর অভিযোগ করে লাভ কী? তাতে হয়রানি আরও বাড়ে।
চিরকুটে লেখা ০১৩১৩৫৪০২৯৪ মোবাইল নম্বরে ফোন করা হলে নন্দীগ্রাম এলাকার ভাষায় এক জনৈক ব্যক্তি বলেন, মিটার দিবার তো চালামই। আমরা ৫টা লোক গেছি, পেটের দায়ে করছি। টাকা দিবেন, আমার লোক দিয়ে মিটার পাঠায় দিমু। আল্লাহ তো আপনো গো অনেক দিছে ভাই।
সিংড়া উপজেলা বণিক সমিতির যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান সবুজ বলেন, গত বছর আমরা সম্মিলিতভাবে থানা পুলিশের সহযোগিতায় এই চক্রের সদস্যদের আটক করতে সক্ষম হয়েছিলাম।
নাটোর পল্লী সমিতি-১ সিংড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিম বলেন, মিটার চুরির বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গত বছরেও এভাবে ১০টি মিটার চুরি হয়েছিল। চোরও আটক হয়েছিল। আবার নতুন করে একই ঘটনা। এটা খুবই দুঃখজনক।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দিকী বলেন, বিষয়টি এই প্রথম আপনার কাছ থেকে শুনলাম। তবে বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন বলে জানান তিনি।
