Logo
Logo
×

সারাদেশ

বেড়াতে গিয়ে সাবেক স্বামীর হাতে গৃহবধূ খুন

Icon

যুগান্তর রিপোর্ট, সোনারগাঁ

প্রকাশ: ২৫ আগস্ট ২০২০, ০৩:৫১ পিএম

বেড়াতে গিয়ে সাবেক স্বামীর হাতে গৃহবধূ খুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পূর্বপরিচিত এক বাড়িতে বেড়াতে গিয়ে সাবেক স্বামীর হাতে আঁখি আক্তার (২৬) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার বাড়িমজলিশ এলাকায় মুসলেম মিয়ার বহুতল বাড়ির দ্বিতীয়তলায় এক ভাড়াটিয়ার রুমে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ওই মহিলার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। সিআইডির ক্রাইমসিনের সদস্যরা ঘটনাস্থল থেকে খুনের বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

এদিকে সাবেক স্বামীর হাতে আঁখি আক্তার খুনের ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সোনারগাঁও থানার ওসি মো. রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত আঁখি আক্তারের সাবেক স্বামী রুবেলের পূর্ব পরিচিত নিপা আক্তার জানান, মঙ্গলবার সকাল ১০টায় রুবেল তার সাবেক স্ত্রী আঁখিকে নিয়ে মোগরাপাড়া বাড়িমজলিশ গ্রামে তার ভাড়া বাড়িতে আসেন। এ সময় তারা দুজনেই উল্লেখ করে যে- তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। এ বিষয়ে তারা কথা বলে মীমাংসা করবেন। সেজন্য তাদের আমার ঘরে বসতে দিতে হবে। আমি পূর্বপরিচিত বিধায় তাদের ঘরে বসতে দিয়ে বাড়ির ছাদে যাই।

ছাদ থেকে ফিরে রুমে প্রবেশ করার সময় আমি কিছু বোঝার আগেই রুবেল আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে রুমে প্রবেশ করে দেখি তার স্ত্রী আঁখির গলাকাটা লাশ পড়ে আছে। এ ঘটনার পর আমি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে পড়ি। পরে মোগরাপাড়া বাজারে গিয়ে রুবেলের বাবা মফিজুলকে বিষয়টি জানাই। পরে দুজনই থানায় গিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করি।

নিপা আরও জানান, একই এলাকায় ভাড়া থাকার সময় রুবেলদের সঙ্গে তাদের পরিচয় হয়। সেই সূত্র ধরে মঙ্গলবার সকালে রুবেল তাদের বাড়িতে আসে সাবেক স্ত্রীর সঙ্গে কথা বলবে বলে।

পুলিশ জানায়, রুবেলের সঙ্গে গত ৬ বছর আগে বিয়ে হয় বন্দর উপজেলার বাদুরী এলাকা নজরুল ইসলামের মেয়ে আঁখির। তাদের দাম্পত্য জীবনে হোমাইরা নামে একটি মেয়েসন্তান রয়েছে। গত ৩ মাস আগে পারিবারিক কলহের জের ধরে তাদের বিচ্ছেদ ঘটে। মঙ্গলবার সকালে তাকে একটি বাসায় ডেকে নিয়ে গলা ও পায়ের রগ কেটে হত্যা করে খুনি পালিয়ে যায়।

পুলিশ আরও জানায়, হত্যার নমুনা দেখে মনে হচ্ছে আঁখিকে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম জানান, বাড়িমজলিশ এলাকা থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) মো. খোরশেদ আলম জানান, নিহত আঁখি ও তার সাবেক স্বামী রুবেল সকাল ১০টার দিকে ওই বাসায় যায়। তাদের পূর্বপরিচিত নিপা অন্যকাজে ব্যস্ত থাকার একপর্যায়ে হত্যাকাণ্ড ঘটিয়ে রুবেল পালিয়ে যায়। কী কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

নারায়ণগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম